কালীগঞ্জে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মত বিনিময়
- আপডেট সময় : ১২:৩২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
মোসলেম উদ্দিন রনি
লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন কলেজে সাধারণ শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) কালীগঞ্জ উপজেলা ছাত্রদল শিক্ষার্থীদের আয়োজনে কাকিনা উত্তর বাংলা কলেজ, কালীগঞ্জ সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ, চাপারহাট শামছুদ্দিন কমরউদ্দিন কলেজ ও উত্তরণ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
“কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সংসদ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক: রুবেল আমিন বলেন, বিএনপি’র ৩১ দফা হচ্ছে আগামী দিনে বিএনপি’র রাষ্ট্র পরিচালনার একটি দলিল। এখন পর্যন্ত যারা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নানা কথা বলছেন, বিভিন্ন ফর্মুলা দিচ্ছেন, তাদের কোনো ভাবনাই ৩১ দফা রূপরেখার বাইরে নয়। ফ্যাসিবাদী সরকার ছাত্র রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটিয়েছে। সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ।
আগামী ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের ভালোর জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের অবদান অনেক রয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে ছাত্রদের আগামী রাজনীতি কেমন হবে এবং ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ সুন্দর ও সুগম হবে। ”
তিনি আরো বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা বিস্তারের জন্য নারী শিক্ষায় মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে উপবৃত্ত চালু করেছিলেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যারা অসচ্ছল পরিবার থেকে আসে তাদের জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন।”
এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক: মাহাফুজার রহমান মিন্টু, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক: মতিনুর রহমান মতিন, সদস্য সচিব: মোকছেদুল খান বুলবুল, যুগ্ম- আহ্বায়ক: রাজ্জাকুর ইসলাম রাজ্জাক, সদস্য: মোসলেম চৌধুরী রনি সহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসে বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। ৫ই আগস্ট পরবর্তী শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, ছাত্ররাজনীতিতে তাদের প্রত্যাশা, শিক্ষার পরিবেশ ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা বিষয়ে আলোচনা শেষে মাদক, সন্ত্রাস, সহিংসতা ও ইভটিজিংমুক্ত শিক্ষাঙ্গণ গড়ে তোলার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন ছাত্রদল নেতারা। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে লিফলেট ও বুকলেট বিতরণ করা হয়।