কাগজে কলমে বসন্ত এলেও শীতের প্রকোপ যেন কমছেইনা পশ্চিম ইউরোপের দেশ ইতালিতে।

- আপডেট সময় : ১১:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে

কাগজে কলমে বসন্ত এলেও শীতের প্রকোপ যেন কমছেইনা পশ্চিম ইউরোপের দেশ ইতালিতে। এই সপ্তাহের তাপমাত্রা দেখে মনে হতেই পারে সময়টা শীতের মাঝামাঝি। গত সপ্তাহে ২০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও এ সপ্তাহে তা নেমেছে অর্ধেকেরও নিচে। আবহাওয়াবিদরা বলছেন, বৈশ্বিক জলবায়ূ পরিবর্তনের কারণে তাপমাত্রার এই পরিবর্তন।
ইতালিতে বৈরি আবহাওয়ার প্রভাবে কার্যত শীতের ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী রোববার পর্যন্ত চলবে এই শৈত্য প্রবাহ। হতে পারে ভারী বর্ষণ ও তুষারপাত। বরফে ঘেরা আর্কটিক থেকে আসা ঠান্ডা বাতাস থেকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়াবিদরা। তাপমাত্রার আকস্মিক এমন পরিবর্তনে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
সাম্প্রতিক বছরগুলিতে শীতের শেষের দিকে তাপমাত্রার এমন পরিবর্তন কখনও ঘটেনি। আটলান্টিক মহাসাগরের কেন্দ্রবিন্দুতে সৃষ্ট ঘূর্ণিঝড়ের ঠান্ডা বাতাস আর আল্পস পর্বতমালায় তুষারপাতর প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তনকে জলবায়ূ পরিবর্তনের নেতিবাচক দিক হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
বছরের এই সময়ে যেখানে তাপমাত্রা ২০ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকার কথা সেখানে ভারী শীতের পোশাক পরে বাইরে যেতে হচ্ছে ইতালিতে।
এদিকে এই পরিস্থিতি শেষ হলে উত্তর আফ্রিকার গরম বাতাসে ইতালির তাপমাত্রা এবারও রেকর্ড ছাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে শঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়সহ ইতালি প্রবাসী বাংলাদেশিরা।
জলবায়ূ পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ইতালিতে একাধিক পেশা সংকটের মুখে পড়তে পারে। তাপমাত্রা বৃদ্ধি করে এমন বিষয়গুলো পরিত্যাগ করে পরিবেশ রক্ষায় এখনই পদক্ষেপ নেয়া উচিৎ বলে মনে করছেন বিশেষজ্ঞরা