উজিরপুর উপজেলার আবদুল মজিদ বহুমুখী উচ্চ বিদ্যালয় ভুয়া সার্টিফিকেট দিয়ে অফিস সহকারীর নিয়োগের অনিয়ম দুর্নীতি
![](https://abcnationalnews24.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ১১:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
![](https://abcnationalnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
উজিরপুর উপজেলার আবদুল মজিদ বহুমুখী উচ্চ বিদ্যালয় ভুয়া সার্টিফিকেট দিয়ে অফিস সহকারীর নিয়োগের অনিয়ম দুর্নীতি
এস এম এ গোফরান স্টাফ রিপোর্টার :-
বরিশালের উজিরপুর উপজেলার আবদুল মজিদ বহুমুখী উচ্চ বিদ্যালয় কম্পিউটার শিক্ষক ফয়সাল আহমেদ কে ক্ষমতার দাপটে চাকরি নিয়েছেন ও অফিস সহকারীর সহিদুল ইসলাম এর বিরুদ্ধে ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগ করেন স্থানীয় জনগণ।
এ সময় সাধারণ মানুষের পক্ষে বক্তব্য দেন বিএনপির যুবদলের সবুজ ঢালি তিনি বলেন এই স্কুলে ভুয়া সার্টিফিকেট দিয়ে অফিস সহকারীর নিয়োগ দেয়া হয় তিনি সাধারণ মানুষের পক্ষ হতে তাদের পদত্যাগের দাবি
করেন তিনি আরো বলেন এই স্কুলের সভাপতি এডভোকেট সহিদুল ইসলাম মৃধা দলিয় আওয়ামী লীগের ক্ষমতার দাপটের বিনিময়ে কম্পিউটার শিক্ষক ফয়সাল আহমেদ এর চাকরি দেন সহ অফিস সহকারীর সহিদুল ইসলাম এর ভুয়া সার্টিফিকেট জেনেও টাকার বিনিময়ে এদের মতো অজোগ লোককে নিয়োগ দিয়েছেন বলে জানান সবুজ ঢালি।
সবুজ ঢালি তিনি তদন্ত বিচিত্রা কে আরো বলেন এই যে স্কুল সভাপতি এডভোকেট সোহিদুল ইসলাম মৃধা স্কুলের টাকার হিসাব নিয়েয় অনিয়ম করেন তাকে কিছু বলতে গেলে তিনি দোলিও আওয়ামী লীগের ক্ষমতায় দাপট হুমকি ও ভয়ভীতি দেখাতেন।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ আক্কাস আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন ভুয়া সার্টিফিকেট এর বিষটি যখন তিনি শুনেছেন তখন এই বিষয়ে স্কুলের সভাপতি এডভোকেট সহিদুল ইসলাম মৃধার সাথে যোগাযোগ করেন এবং স্কুলের প্রধান শিক্ষকের প্রশ্নের উত্তরে সভাপতি এডভোকেট সহিদুল ইসলাম মৃধা বলেন স্কুল নদী ভাঙ্গনে তাদের কাগজ পত্র পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন।
এর পর প্রধান শিক্ষক মোঃ আক্কাস আলীর কাছে কাছে কম্পিউটার শিক্ষক এর নিয়োগ দেয়ার বিষয়টি মানতে চাইলে প্রধান শিক্ষক বলেন ফয়সাল আহমেদ তিনি ছাত্রলীগ নেতা এবং স্থানীয় মেম্বার এর ছেলে থাকার কারণে সে শিক্ষক হিসেবে নিয়োগ পান বলে তদন্ত বিচিত্রা কে জানান।
স্থানী জন সাধারণ মানুষের একটি দাবি তারা বলেন আমরা চাই আমাদের শিক্ষাঙ্গন দূর্নীতি ও আনীয়ম মুক্ত করতে ভয়া সার্টিফিকেট ও টাকার বিনিময়ে যে নিয়োগ দেয়া হয়েছে তাদের পদত্যাগ ও অনতিবিলম্বে সকল দূর্নীতির বিচার চায় উজিরপুর উপজেলার সকল সাধারণ মানুষ।