ঈশ্বরদীতে অক্সফোর্ড চাইল্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড চাইল্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে কোরআন তেলোওয়াত, জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং মশাল জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব শাহাদাত হোসেন খান।
প্রতিষ্ঠানের পরিচালক আবুল কালাম আজাদ সাঈদের সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জংসন’র সম্পাদক ও প্রকাশক এসএম রাজা, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, ডাক বিভাগের সাবেক উপ বিভাগীয় পরিদর্শক নুরুজ্জামান মন্টু, এলডিসি গ্রুপের ব্যবস্থাপক শামীম হোসেন সহ অন্যান্যরা।
এ সময় আন্তঃউপজেলা কিন্টারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, সূধিজন ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ক্রীড়া পরিচালনা করেন, প্রভাষক রেজাউল করিম বাবু ও বিচারক মন্ডলীর দায়ীত্ব পালন করেন, সাংবাদিক এস এম রাজা,এস এম শিশির মাহমুদ ও উজ্জল হোসেন প্রধান।
শনিবার দিন ব্যাপী খেলাধুলা,ডিসপ্লে নৃত্য,একক নৃত্য, দলীয় নৃত্য,নাটিকা,যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে রবিবার সকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।