ইতালিতে তরিনো শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইটি প্যানেল নির্বাচিত

- আপডেট সময় : ০৮:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে

রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ
ইতালিতে তরিনো শাখার বৃহত্তর ঢাকা সমিতি ও ঢাকা সমিতি গত ২২.০১.২৩ ইং তারিখের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোক্তার,আরিফ, সিজার এবং আলেকচান,রেহান,মোজাম্মেল পরিষদ কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন কমিশন তোরিনোস্থ সকল সম্মানিত ব্যক্তি বর্গের উপস্থিতিতে দুই পূর্ন প্যানেল কে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এতে বৃহত্তর ঢাকা সমিতির ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে মোক্তার,আরিফ,সিজার প্যানেলের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসাইন খান। সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী আরিফ। সাংগঠনিক সম্পাদক আবু নাসির সিজার কে এবং ঢাকা সমিতির আলেকচান,রেহান,মোজাম্মেল প্যানেলেও ১৫ সদস্য কমিটিতে, সভাপতি আলেকচান মোল্লা। সাধারণ সম্পাদক রেহান মোল্লা। সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসাইন খান কে করা হয়েছে।
এই সময় উপস্তিতি ছিল, শরিয়াতপুর, মাদারীপুর, সিলেট, কুমিল্লা, মুন্সি গঞ্জ,ঢাকা,নারায়ণগঞ্জ,ভৈরব,
বরিশাল,চঁদপুর ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার এসোসিশন এর সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ও অত্র ইতালি তরিনো শাখার গন্যমান্য ব্যাক্তিবর্গ। বিজয় শেষে বিভিন্ন সংগঠনের ব্যাক্তিবর্গ ফুলেল তোরা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি মোক্তার হোসাইন খান বলেন, জনগন আমাকে যেই দায়িত্ব দিয়েছে ইনশাআল্লাহ আমি আমার ইশতেহারে যা পূর্বেই ঘোষনা করেছি তা দৃরতার সহিত পালন করতে বদ্ধপরিকর।