আদমদীঘিতে মাদক মামলায় গ্রেফতার-১!!
- আপডেট সময় : ১০:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে পলাতক আসামী সাকলাইন ওরফে লেলিন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাকলাইন ওরফে লেলিন আদমদীঘির নসরতপুর ইউনিয়নের ধনতলা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সলিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আদমদীঘির ধনতলা গ্রামের সাকলাইন ওরফে লেলিন একজন আলোচিত মাদক সেবী ও বিক্রেতা তার বিরুদ্ধে আদামদীঘি থানায় মাদক আইনে মামলা রয়েছে। সম্প্রতি বগুড়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। সেই থেকে তিনি পলাতক ছিল।
আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় লেলিনকে ধনতলা বাড়ি থেকে গ্রেফতার করে গতকাল শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।