এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ
আমতলী তে স্ত্রী কে কুপিয়ে হাত কর্তন করলো স্বামী। বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে ভুটানের প্রধানমন্ত্রী বৈঠক আগামী পরশু রাম নবমীতে শান্তি শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ মমতার  নিষিদ্ধ ঘো‌ষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার ঈদ আনন্দেও অবহেলিত নয় মা ও শিশু স্বাস্থ্য: বটিয়াঘাটায় বিশেষ সেবা প্রদান শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু’র সহযোগী সন্ত্রাসীদের অস্ত্র-গোলাবারুদ, বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ টাকাসহ গ্রেফতার জয়পুরহাটের টাউন হলটি যেন ভুতুড়ে বাড়ি প্রতিদিনই নষ্ট হচ্ছে শত শত কর্মঘন্টা সরু রেলগেইটে বাড়ছে যানজট; ভোগান্তিতে হাজার হাজার পথচারী ঈদযাত্রা নিরাপদ করতে বগুড়ায় জেলা প্রশাসন ও বিআরটিএ’র অভিযান মিয়ানমারের ভূমিকম্পে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের অভিযান অব্যাহত

আজ থেকে শুরু হয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম মগরাহাট রমজানিয়া মারকাজের ইজতেমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে

কলকাতা থেকে নিউজ দাতা, মনোয়ার ইমামঃ

ভারতের দ্বিতীয় বৃহত্তম তব লীগ মারকাজ পশ্চিম বাংলা র মগরাহাট জমজানিয়া মারকাজ। এটি ভারতের দিল্লি র নিজামউদ্দিন মারকাজের পর। কারণ তিনশত বছর আগে যখন ভারতের তব লীগ শুরু হয়েছে তখন প্রথম মারকাজ হয় দিল্লি র নিজামউদ্দিন মারকাজ। তার পর হজরত মাওলানা হোসেন আহমেদ মাদানী রহমাতুল্লাহি এবং হজরত মাওলানা আশরাফ আলী তানভীর রহমাতুল্লাহ ও হজরত মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি এবং হজরত মাওলানা আব্দুল হক রহমাতুল্লাহি এবং আরশাদ মাদানী সহ ভারতের বড় বড় বজরগো এবং হজরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি সহ আরো অনেক আলেম মিলে তৈরি করেন দিল্লি র নিজামউদ্দিন মারকাজ।

আর পর ওহাবী আন্দোলন এবং তব লীগ কাজ করতে করতে পশ্চিম বাংলা র দিকে তহবিল জামাত কে শক্তিশালী করতে প্রায়ত আল্লাহর ওলী এবং হজরত মাওলানা আল্লামা আব্দুল হক সাবেক কে সামনে রেখে তৈরি করা হয় মগরাহাট রমজানিয়া মারকাজ। এটি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের সময় তৈরি করা হয়। তার পর ক্রমে বাড়তে থাকে এই মগরাহাট রমজানিয়া মারকাজের কাজ। এই মারকাজের মধ্যে রয়েছে মসজিদ ও আলেম তৈরি এবং হাফেজ ও ক্বারী এবং মাওলানা করার জন্য মাদ্রাসা। এই বহু পুরাতন রমজানিয়া মারকাজের ইজতেমা প্রতি বছর হয়। এবং দিল্লি র মুরুব্বি রা আসেন এবং ভারতের বিভিন্ন যায়গায় থেকে আসে জামাত।

এই মারকাজের সাথে যুক্ত রয়েছে বাংলাদেশের ঢাকায় অবস্থিত শাকরাইল তব লীগ মারকাজ। এই মারকাজের দায়িত্ব ছিলেন মাওলানা আল্লামা আব্দুল ওহাব সাহেব এবং বর্তমানে তার পুত্র কারী মাওলানা ওলিউল্লা সাহেব। এবং মারকাজের ইজতেমা দ্বায়িত্বে রয়েছেন মগরাহাট রমজানিয়া মারকাজ ইজতেমা কমিটি এবং রমজানিয়া মারকাজ কমিটি। আজকের এই মারকাজের ইজতেমা উপলক্ষে ভারতের দিল্লি র নিজামউদ্দিন মারকাজ সহ ভারতের বিভিন্ন রাজ্যের মুসলিম ধর্মপ্রাণ মুসলমানরা উপস্তিত থাকবেন। এখানে থাকা ও খাওয়া ব্যাবস্থা রয়েছে। রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে ডায়মন্ডহারবার জেলা পুলিশ সুপার মগরাহাট রমজানিয়া মারকাজ ইজতেমা উপলক্ষে পুলিশের টহল দিতে শুরু করছে।

মগরাহাট রমজানিয়া মারকাজ ইজতেমা উপলক্ষে যারা আসবেন তারা শিয়ালদহ স্টেশন থেকে ডায়মন্ডহারবার লোকাল ট্রেন করে মগরাহাট রেলওয়ে স্টেশন নেমে সামনে রমজানিয়া মারকাজ। চলবে ২২শে, জানুয়ারি পর্যন্ত। এবং এই দিনে আখেরী দোয়া হবে।।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

আজ থেকে শুরু হয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম মগরাহাট রমজানিয়া মারকাজের ইজতেমা

আপডেট সময় : ০৭:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪

কলকাতা থেকে নিউজ দাতা, মনোয়ার ইমামঃ

ভারতের দ্বিতীয় বৃহত্তম তব লীগ মারকাজ পশ্চিম বাংলা র মগরাহাট জমজানিয়া মারকাজ। এটি ভারতের দিল্লি র নিজামউদ্দিন মারকাজের পর। কারণ তিনশত বছর আগে যখন ভারতের তব লীগ শুরু হয়েছে তখন প্রথম মারকাজ হয় দিল্লি র নিজামউদ্দিন মারকাজ। তার পর হজরত মাওলানা হোসেন আহমেদ মাদানী রহমাতুল্লাহি এবং হজরত মাওলানা আশরাফ আলী তানভীর রহমাতুল্লাহ ও হজরত মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি এবং হজরত মাওলানা আব্দুল হক রহমাতুল্লাহি এবং আরশাদ মাদানী সহ ভারতের বড় বড় বজরগো এবং হজরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি সহ আরো অনেক আলেম মিলে তৈরি করেন দিল্লি র নিজামউদ্দিন মারকাজ।

আর পর ওহাবী আন্দোলন এবং তব লীগ কাজ করতে করতে পশ্চিম বাংলা র দিকে তহবিল জামাত কে শক্তিশালী করতে প্রায়ত আল্লাহর ওলী এবং হজরত মাওলানা আল্লামা আব্দুল হক সাবেক কে সামনে রেখে তৈরি করা হয় মগরাহাট রমজানিয়া মারকাজ। এটি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের সময় তৈরি করা হয়। তার পর ক্রমে বাড়তে থাকে এই মগরাহাট রমজানিয়া মারকাজের কাজ। এই মারকাজের মধ্যে রয়েছে মসজিদ ও আলেম তৈরি এবং হাফেজ ও ক্বারী এবং মাওলানা করার জন্য মাদ্রাসা। এই বহু পুরাতন রমজানিয়া মারকাজের ইজতেমা প্রতি বছর হয়। এবং দিল্লি র মুরুব্বি রা আসেন এবং ভারতের বিভিন্ন যায়গায় থেকে আসে জামাত।

এই মারকাজের সাথে যুক্ত রয়েছে বাংলাদেশের ঢাকায় অবস্থিত শাকরাইল তব লীগ মারকাজ। এই মারকাজের দায়িত্ব ছিলেন মাওলানা আল্লামা আব্দুল ওহাব সাহেব এবং বর্তমানে তার পুত্র কারী মাওলানা ওলিউল্লা সাহেব। এবং মারকাজের ইজতেমা দ্বায়িত্বে রয়েছেন মগরাহাট রমজানিয়া মারকাজ ইজতেমা কমিটি এবং রমজানিয়া মারকাজ কমিটি। আজকের এই মারকাজের ইজতেমা উপলক্ষে ভারতের দিল্লি র নিজামউদ্দিন মারকাজ সহ ভারতের বিভিন্ন রাজ্যের মুসলিম ধর্মপ্রাণ মুসলমানরা উপস্তিত থাকবেন। এখানে থাকা ও খাওয়া ব্যাবস্থা রয়েছে। রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে ডায়মন্ডহারবার জেলা পুলিশ সুপার মগরাহাট রমজানিয়া মারকাজ ইজতেমা উপলক্ষে পুলিশের টহল দিতে শুরু করছে।

মগরাহাট রমজানিয়া মারকাজ ইজতেমা উপলক্ষে যারা আসবেন তারা শিয়ালদহ স্টেশন থেকে ডায়মন্ডহারবার লোকাল ট্রেন করে মগরাহাট রেলওয়ে স্টেশন নেমে সামনে রমজানিয়া মারকাজ। চলবে ২২শে, জানুয়ারি পর্যন্ত। এবং এই দিনে আখেরী দোয়া হবে।।

শেয়ার করুন