ঈদের আগে আবারও বাড়লো গরুর মাংসের দাম – কিন্তু কেন !?
- আপডেট সময় : ১১:১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ২৩৬ বার পড়া হয়েছে

ঈদের আগে আবারও বাড়লো গরুর মাংসের দাম – কিন্তু কেন
এবিসি ন্যাশনাল ডেক্স নিউজ
দীর্ঘ সিয়াম সাধনার পর
পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগে বাজারে বেড়েছে গরু সহ অন্যান্য মাংসের দাম।
গরুর মাংস বাজার ভেদে প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা ধরে বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতারা বলছেন, ঈদ উৎসবের সময় মাংসের চাহিদা বেড়ে যায়, এই বাড়তি চাহিদাকে পুঁজি করে গরু ও মাংসের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে। গত তিন চারদিন বাজারে মাংসের দাম বেড়েছে।
আজ মঙ্গলবার (৯ এপ্রিল) রাজধানীর মিরপুরের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংসের দাম ৭৮০ থেকে ৮০০টাকা বিক্রি হচ্ছে। যা কয়েকদিন আগেও বিক্রি হয়েছে ৭০০ থেকে ৭৫০টাকা।
ঈদের আগে মাংসের দাম বাড়ায় ক্রেতারা স্বভাবতই ক্ষুব্ধ – তাদের প্রশ্নঃ মাংসের দাম এত বাড়ার কারণ কি !?
পাপ্পু গোস্ত বিতানে (রোড ১ বাসা ৩৩ সেকশন ১২ ব্লক ই মিরপুর – ঢাকা ১২১৬ – মোবাইল ০১৯১৮ ৫৪০৫৬২) ক্রেতা জসিম মিধা বলেন, ঈদের মতো উৎসব এলে দাম বাড়ানো ব্যবসায়ীদের পুরোনো অভ্যাস এরা মুনাফা খোর । এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেশি দিয়ে গরুর মাংস কিনলাম। সমস্যা হলো, এটা দেখার কেউ নেই। বাজার মনিটরিং হয় না।