পাবনা বেড়ায় প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট ব্যবহার অযোগ্য;স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৫:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে
পলাশ হোসেন, পাবনা :
কথায় আছে প্রাকৃতিক ডাক এলে থাকে না বাঘের ভয়,তবুও যেতেই হয়। বিদ্যালয়ে এসে নাক মুখ চেপে দম বন্ধ করে শৌচাগার(টয়লেট) যেতে হচ্ছে শিক্ষার্থীদের। দীর্ঘদিন বিদ্যালয়ের শৌচাগার গুলো ব্যবহার অযোগ্য । ফলে প্রতিদিন এমনই বিব্রতকর অবস্থায় পড়ছেন পাবনার বেড়া উপজেলার সিংহভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরেজমিন উপজেলার চাকলা ইউনিয়নের “৫২নং কুশিয়ারা বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় ” ঘুরে দেখা যায়,দিনের পর দিন পরিষ্কার না করায় ময়লা আবর্জনা জমে এখন নোংরা হয়ে আছে বিদ্যালয়টির শৌচাগার। এতে চরম ভোগান্তি পোহাতে হয় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের। শৌচাগারের জরাজীর্ণ অবস্থা,ময়লা-দুগর্ন্ধ, নিয়মিত পরিষ্কার না করায় মারাক্তক স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি শিক্ষার্থীদের হরহামেশাই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।এমনকি টয়লেট এর পাশ দিয়ে যাওয়ার সময় নাক বন্ধ করে যেতে হয়। একই চিত্র উপজেলা জুড়ে এছাড়াও কিছু ওয়াশরুমের দরজার ছিটকিনিও ভেঙে গেছে,বেসিন ভাঙা,ব্যবহৃত পানির ট্যাপগুলো নষ্ট। কয়েকটি পানির ট্যাপ ভেঙে অনবরত পানি পড়ে শৌচাগারের মেঝে স্যাঁতসেঁতে হয়ে গেছে। মলমূত্রে নোংরা অবস্থা হয়ে আছে,নেই পর্যাপ্ত পানি, কোনো টিস্যু কিংবা সাবানের ব্যবস্থা। তীব্র দুর্গন্ধ। দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় এসব শৌচাগার এখন সংক্রামক রোগজীবাণুর উৎসে পরিণত হয়েছে। নিয়মিত পরিষ্কার না করায় সুয়ারেজ লাইন জ্যাম হয়ে বিশ্রী অবস্থা সেগুলোর। বাধ্য হয়ে কোনো রকমে দম আটকে প্রাকৃতিক কাজ সাড়েন। শুধু টয়লেট নয় বিদ্যালয় গুলোতে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নেই।
কুশিয়ারা বাগজান প্রথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সিয়াম হোসেন বলেন,দীর্ঘদিন ধরে টয়লেটের এমন অবস্থা। মেয়েরা স্যারদের বলছে তাও ঠিক করে নাই। এভাবে যেতে হচ্ছে পরিবেশ ভালো না। অভিভাবকরা বলছেন টয়লেট ব্যবহার কিংবা পানি পান করার জন্য শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে বই খাতা রেখে আশেপাশের বাড়িতে অথবা নিজ বাড়িতে যেতে হচ্ছে। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করে করতে চান না কুশিয়ারা বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন। বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা তুয জান্নাত জানান কোমলমতি শিশুদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশে টয়লেট ব্যবহার স্বাস্থ্যঝুঁকি রয়েছে। নোংরা টয়লেট ব্যবহার না করাই ভালো। বেড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ কফিল উদ্দিন সরকার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে জানান শৌচাগারের এমন অবস্থা হওয়ার কথা না। স্বল্প সময়ের মধ্যে বিষয়টির সমাধান করা হবে।