রাজশাহী কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত!
- আপডেট সময় : ১২:৩৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ৩১৪ বার পড়া হয়েছে
রাজশাহী কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত!
আজ ১২/১২/২০২৩ খ্রি. সকাল ১১.০০ টায় ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় মোট ২৬টি দল অংশগ্রহণ করে। নকআউটের ভিত্তিতে অনুষ্ঠিত খেলায় সমাজকর্ম বিভাগ এবং দর্শন বিভাগ ফাইনালে উন্নীত হয়। ফাইনাল খেলায় সমাজকর্ম বিভাগ দর্শন বিভাগকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাজকর্ম বিভাগের পক্ষে একমাত্র গোলটি করেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান ইমন। খেলায় প্লেয়ার অব দি টুর্নামেন্ট ও সেরা উদীয়মান গোল রক্ষক হওয়ার হওয়ার গৌরব অর্জন করে যথাক্রমে সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফিলিমন বাস্কে ও ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল কাদের জিলানী এবং প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হয় সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান সুজন। অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, উপাধ্যক্ষ, রাজশাহী কলেজ ও প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সম্পাদক, শিক্ষক পরিষদ, রাজশাহী কলেজ। এছাড়াও মোঃ আনিসুজ্জামান, আহবায়ক, ক্রীড়া কমিটি, রাজশাহী কলেজ, রাজশাহীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথি প্রফেসর মহা. হবিবুর রহমান ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মোহাঃ আব্দুল খালেক, অধ্যক্ষ, রাজশাহী কলেজ। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার উপর গুরুত্বারোপ করেন এবং মাদককে বর্জন করার আহবান জানান।