বটিয়াঘাটায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে মল্লিক’র মোড়ে নৌকার পক্ষে পথসভা অনুষ্ঠিত ।

- আপডেট সময় : ০৮:২৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ ২৪৯ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি ঃ
বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মল্লিকের মোড়ে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আ’লীগকে পুনরায় ক্ষমতায় আনতে এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখা খুলনা’র পক্ষ থেকে এক পথসভা গতকাল ২৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সাংস্কৃতিক জোট উপজেলা সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার সভাপতিত্বে খুলনা-চালনা মহাসড়কের চক্রাখালী দঃপাড়া মল্লিকের মোড় দুর্গা মন্দিরে প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ।
উপজেলা যুবলীগ নেতা পরাগ রায়’র সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন আ’লীগ নেতা প্রশান্ত কুমার রায় আবু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা রিপন রায়, চিরঞ্জীত মল্লিক,রাজু হালদার,প্রতাপ মল্লিক, মিঠুন রায়,বিষ্ণু রায়,মোঃ ফরাদ হোসেন, দেবাশীষ রায়,ডাঃ সবুজ সরকার, সুজন বালা, আশুতোষ বালা,প্রবীর মন্ডল, মধূ সুধন মল্লিক,অন্তু মল্লিক,উৎস মল্লিক সহ সদস্যবৃন্দ ।