ব্রেকিং নিউজঃ
সারা দেশে ১২ ঘণ্টায় ১২টি অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস!

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ১২০ বার পড়া হয়েছে

সারা দেশে ১২ ঘণ্টায় ১২টি অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস!
ফায়ার সার্ভিস তথ্য মতে, শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টায় সারাদেশে ১২টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনে সাতটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
অগ্নিনির্বাপক কর্মকর্তা জানান, ঢাকা বিভাগে ৯টি, রাজশাহীর সিরাজগঞ্জে একটি, রংপুরের পীরগঞ্জে একটি এবং বরিশালের চরফ্যাশন উপজেলায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় মোট ১০টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ছাড়া আওয়ামী লীগের একটি রাজনৈতিক দলের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে।