শিশু পরিবারে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

- আপডেট সময় : ০৭:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল্লাহ সনি চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও সরকারি বালিকা শিশু পরিবারের সম্মিলিত আয়োজনে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।
আজ বেলা ১১ টায় এ অনুষ্ঠানে শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মোছাঃ শাহনাজ পারভিনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেডিস ক্লাব এর সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিনী মোসাঃ মাহফুজা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন। অতিরিক্ত সার্বিক এর সহধর্মিনী রেশমা খাতুন সহকারী কমিশনার আমিনুল ইসলাম এর সহধর্মিনী জাকিয়া খাতুন তানজিনা শারমিন দৃষ্টি সহকারি কমিশনার সহ সদর সহকারি কমিশনার (ভূমি)’র নাইমা খাঁন। শেষে শিশুদের খালি গলায় গান, ও নৃত্য পরিবেশন করা হয়। দুপুরে জেলা প্রশাসকের সহধর্মিনী মোসাঃ মাহফুজা সুলতানা শিশু পরিবারের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করেন।