বগুড়ার মাদক বিরোধী অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-০১

- আপডেট সময় : ০৩:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি:
আর্মড পুলিশ ব্যাটানিয়ন বগুড়ার মাদক বিরোধী অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ মোঃ আলামিন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
০৩ অক্টোবর(মঙ্গলবার) সকাল ০৮, ২৫ ঘটিকার সময় ” ৪ এপিবিএন বগুড়ার মাদক বিরোধী অভিযানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাধীন ফাঁসিতলা নামক স্হানে স্বপ্নসিড়ি হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্টের পূর্ব পাশে রংপুর-ঢাকাগামী মহাসড়কের পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ আলামিন মন্ডলকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ২০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলামিন মন্ডল রংপুর জেলার পীরগঞ্জ থানার ৮ নং রায়পুর ইউনিয়নের নাখারপাড়া গ্রামের মৃত-সিরাজুল ইসলাম এর ছেলে।
“৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার সুযোগ্য অধিনায়ক ( অ্যাডিশনাল ডিআইজি) মোঃআব্দুর রাজ্জাক এর নির্দেশনায় সহ-অধিনায়ক পুলিশ সুপার মোঃমাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপশ সরকার ও সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান পিপিএম এর তত্ত্বাবধনে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃছানোয়ার ও পুলিশ পরিদর্শক (নিঃ) আনোয়ারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ রায়হান কবির,এএসআই (নিঃ) মোঃসাইদুর রহমান, কং/ মোঃইবনে খালিদ, কং/ এস এম মোস্তাক আহমেদ সৈকত,কং/ মোঃ চমক মেহেদী, কং/মোঃ আব্দুল্লাহ শেখ, কং/মোঃ ফজলুল রহমান এবং নারী কং/ সেবিকা রানী এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।
” ৪ আর্মড এপিবিএন বগুড়ার পুলিশ পরিদর্শক মোঃ আনেয়ারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলামিন মন্ডলের বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৩(১) এর ১৪(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।