ঢাকা ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ
ইজতেমার উদ্দেশে যাওয়ার পথে কুড়িগ্রাম ব্রহ্মপুত্রে নৌ-ডাকাতি ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদকের বাসায় দুর্ধষ চুরি ! ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের খুনিয়াদীঘি শহীদ স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে হিরো আলমের টিকটক, ভিডিও সমালোচনার ঝড় ! ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ভবিষ্যৎ কর্মপন্থা — অংশীজনের প্রত্যাশা শীর্ষক সভা । চিলাহাটিতে নতুন রুপে যাত্রা শুরু করল ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল ইপিল গাছ থেকে ডোমারে গৃহবধু দিশার মরদেহ উদ্ধার  নওহাটা পৌর বিএনপি’র কাউন্সিলে সভাপতি রফিক সম্পাদক পিটার নির্বাচিত তেঁতুলিয়ায় তথ্য অধিকার বাস্তবায়ন ও পরবীক্ষণ কমিটির সাথে তথ্য কমিশন বাংলাদেশের পরিচালকের মতবিনিময় সভা নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক আরিফ মিরগন্জ ইউনিয়ন বিএনপির জনসসভা অনুষ্ঠিত। 

বর্তমান সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ : বগুড়ায় দুলু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

মিরু হাসান

স্টাফ রিপোর্টার।

বর্তমান সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, ডেঙ্গুতে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। মশাবাহিত রোগটি ঢাকা থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিপুল সংখ্যক মানুষ মারা যাচ্ছে। কিন্তু সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কারণ প্রধানমন্ত্রীর কাছে জনগণের জানমালের কোনো মূল্য নেই। তার কাছে ক্ষমতাই মুখ্য। সেই ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি বিদেশে ঘুরছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ায় ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা গড়তে জনগণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

বিএনপির পক্ষ থেকে প্রচারিত লিফলেটে বলা হয়েছে, স্বাস্থ্য খাতে সর্বগ্রাসী দুর্নীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারি আকার ধারণ করেছে। এ বছর অতীতের সব রেকর্ড ভেঙে ডেঙ্গু মৃত্যুদূত হিসেবে আবির্ভূত হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ২০ জন করে মানুষের মৃত্যু হচ্ছে। হাসপাতালে রোগীদের ঠাঁই হচ্ছে না। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বহু মানুষ নিঃস্ব হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধের নামে ২ হাজার কোটি টাকা আত্মসাতের তথ্য তুলে ধরে লিফলেটে আরও বলা হয়, শুধু ঢাকা সিটিতেই মশা নিধনে বাৎসরিক বাজেট প্রায় ২ হাজার কোটি টাকা। যা ক্ষমতাসীন দলের লোকজন আত্মসাৎ করেছে। ডেঙ্গু শুরু হওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী ও মেয়রের প্রমোদ ভ্রমণেই এই রোগ নিয়ে শাসকগোষ্ঠীর অবহেলা ও উদাসীনতা প্রমাণিত হয়।

জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ রুবেল এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম প্রমুখ।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বর্তমান সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ : বগুড়ায় দুলু

আপডেট সময় : ০৮:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

মিরু হাসান

স্টাফ রিপোর্টার।

বর্তমান সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, ডেঙ্গুতে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। মশাবাহিত রোগটি ঢাকা থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিপুল সংখ্যক মানুষ মারা যাচ্ছে। কিন্তু সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কারণ প্রধানমন্ত্রীর কাছে জনগণের জানমালের কোনো মূল্য নেই। তার কাছে ক্ষমতাই মুখ্য। সেই ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি বিদেশে ঘুরছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ায় ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা গড়তে জনগণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

বিএনপির পক্ষ থেকে প্রচারিত লিফলেটে বলা হয়েছে, স্বাস্থ্য খাতে সর্বগ্রাসী দুর্নীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারি আকার ধারণ করেছে। এ বছর অতীতের সব রেকর্ড ভেঙে ডেঙ্গু মৃত্যুদূত হিসেবে আবির্ভূত হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ২০ জন করে মানুষের মৃত্যু হচ্ছে। হাসপাতালে রোগীদের ঠাঁই হচ্ছে না। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বহু মানুষ নিঃস্ব হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধের নামে ২ হাজার কোটি টাকা আত্মসাতের তথ্য তুলে ধরে লিফলেটে আরও বলা হয়, শুধু ঢাকা সিটিতেই মশা নিধনে বাৎসরিক বাজেট প্রায় ২ হাজার কোটি টাকা। যা ক্ষমতাসীন দলের লোকজন আত্মসাৎ করেছে। ডেঙ্গু শুরু হওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী ও মেয়রের প্রমোদ ভ্রমণেই এই রোগ নিয়ে শাসকগোষ্ঠীর অবহেলা ও উদাসীনতা প্রমাণিত হয়।

জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ রুবেল এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম প্রমুখ।

শেয়ার করুন