বগুড়ায় ছাত্রলীগ নেতা ছুরিকাঘাতে গুরুতর আহত

- আপডেট সময় : ০৯:১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মিরু হাসান
বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রলীগের এক নেতা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১১ টার দিকে শহরের সুলতানগঞ্জ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ নেতার নাম আসিফ শেখ। তিনি ওই এলাকার হেলাল শেখের ছেলে এবং বগুড়া পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এসব তথ্য নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির ইনচার্জ(ইন্সপেক্টর) সুজন মিয়া৷
ইন্সপেক্টর সুজন জানান, শুক্রবার সুলতানগঞ্জপাড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়৷ সেই সময় ছাত্রলীগ নেতা আসিফের চাচাতো ভাই তুষার স্থানীয় রিপু নামের সিনিয়র এক যুবকের কাধে হাত দেন। এই নিয়ে রিপু ও তুষারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে আসিফ উভয়কে থামিয়ে দেয়। পরে রিপু স্থানীয় রাব্বি নামের একযুবকসহ তিন থেকে চারজনকে নিয়ে তুষারকে মারতে আসেন। আসিফ তাদের বাধা দিতে গেলে রিপু ও তার সহযোগীরা ছুরিকাঘাতের ঘটনা ঘটায়।
তিনি আরও জানান, খবর পেয়ে আসিফকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে৷ এ ঘটন্য জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।