শাহজাদপুরে খাঁজা বাবা মইনুদ্দিন চিসতী (র:) ৮তম বাৎসরিক ওরস শরীফ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে

মোঃ মাসুম হোসেন অন্ত, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে খাঁজা বাবা মঈনুদ্দিন চিসতী (র:) এর ৮তম ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
ওরস উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে ৫ টায় পৌর শহরের পুকুরপাড় পীর সৈয়দ শরিফুল ইসলাম রুবেল এর উদ্যোগে ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে জাঁকজমকপূর্ন ভাবে ওরশ শরীফ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় বক্তাদের উপস্থিতিতে ওয়াজ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে দেশের বিভিন্ন স্থানের ভক্ত বৃন্দ উক্ত ওরশ শরীফে অংশগ্রহন করেন।
উক্ত ওয়াজ মাহফিলে পৌরশহরের পুকুরপাড় তাকওয়া জামে মসজিদ সংলগ্ন কয়েক শতাধিক মানুষ উপস্থিত থেকে এই ওরশ শরীফ উপভোগ করেন এসময় অন্যান্যের মাঝে আয়োজকদের মাঝে উপস্থিত ছিলেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তি, দরবার শরীফের কমিটি সহ খাঁজা বাবার আশেক প্রেমিক ভক্তবৃন্দ প্রমূখ।
এই বিষয়ে অত্র দরবার শরীফের কমিটি রা জানান, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এলাকাবাসীর সহযোগীতা নিয়ে খাঁজা মঈনুদ্দিন চিসতী (র:) এর ৮তম ওরস শরীফের আয়োজন করেছি।