বিশ্বম্ভরপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ২৫ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো.সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন। আরো বক্তব্য রাখেন ধনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিলন মিয়া, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ত্বপন, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃছবাব মিয়া, পলাশ ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল আহমদ, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক আহম্মদ, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,
উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, জাপার উপজেলা সদস্য সচিব মোঃ আব্দুল কাদের, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সম্পাদক সালেহ আহমদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিজিবি প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য, চোরাচালান, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন, বাল্য-বিবাহ প্রতিরোধ, হাওরের ফসল রক্ষা বাধ, বিভিন্ন গ্রামে ওয়াজের নামে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান, আনন্দ বাজার এবং মমিন বাজার এলাকায় পাথর বাহি ট্রাক থেকে রাতে চাঁদা আদায় সহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থা নিতে আইন শৃংখলা বাহীনির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়।