যশোর জেলার মাইকেল মধু মেলার নিরাপত্তা জোরদার

- আপডেট সময় : ০১:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ২৬৬ বার পড়া হয়েছে

প্রণব মন্ডল, খু.বি. প্রতিনিধি –
যশোর জেলার কেশবপুর থানাধীন সাগরদাঁড়িতে
আশেক সুজা মামুন, সহকারী পুলিশ সুপার, মনিরামপুর সার্কেল, যশোর মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এঁর ১৯৯তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৩ উপলক্ষে ইং ২৫/০১/২০২৩ খ্রিঃ হতে ৩১/০১/২০২৩ খ্রিঃ পর্যন্ত কেশবপুর থানাধীন সাগরদাঁড়িতে আয়োজিত মধু মেলার আইন-শৃংখলা রক্ষার্থে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেডের অংশগ্রহণ করেন। উক্ত ব্রিফিং প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সদের মাননীয় পুলিশ সুপার, যশোর মহোঃ কর্তৃক দেওয়া দিক-দিদের্শনা বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেন। মধুমেলা/২০২৩ উপলক্ষে ব্রিফিং প্যারেডে এ উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ কেশবপুর থানা, যশোরসহ অন্যান্য অফিসারবৃন্দ।
সাধারণ নির্দেশনাঃ-
• অফিসার ইনচার্জ, কোশবপুর থানা, যশোর-মেলা কমিটির সাথে আলোচনাপূর্বক মেলা চলাকালে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থা করবেন।
• দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্স নির্ধারিত সময়ে পুরা পোষাকে অস্ত্র-গুলিসহ যথাযথভাবে ডিউটিতে নিয়োজিত হবে।
• দায়িত্বাধীন এলাকায় নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।
• মেলায় আগত জনসাধারণ ও বিভিন্ন ষ্টল মালিক/কর্মচারীদের সাথে কোন প্রকার অশুভ আচরণ করা যাবে না।
• উচ্ছৃংখল যুবক, পকেটমার, ছিনতাইকারীরা যাতে কোন অপরাধমূলক কর্মকান্ড ঘটাতে না পারে সে বিষয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করা।
• অফিসার ও ফোর্সের স্ব-স্ব দায়িত্বাধীন এলাকায় কোন প্রকার অপ্রীতিকর/অপরাধজনক ঘটনা ঘটলে তার জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের জবাবদিহীতা করতে হবে।
• মেলায় আগত ভিআইপিদের নিরাপত্তার প্রতি বিশেষ নজর রাখতে হবে।
• সাদা পোষাকে নিয়োজিত অফিসার ও ফোর্স মেটাল ডিটেক্টর দিয়ে মঞ্চসহ গুরুত্বপূর্ণ স্থান উত্তমরূপে সুইপিং এর ব্যবস্থা করবেন।
• জঙ্গী ও নাশকতাকারীরা যাতে কোন ধরণের তৎপরতা না চালাতে পারে সে দিকে সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হবে।
• মেলা চলাকালীন যত্রতত্র গাড়ি পার্কিং ও সাইকেল গ্যারেজ না বসানোসহ মেলা প্রাঙ্গনে যানজট নিরসনের সুব্যবস্থা নিশ্চিত করা।