তাহিরপুর হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন

- আপডেট সময় : ০৮:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি, আমির হোসেন::
সুনামগঞ্জ তাহিরপুরের হাওরের বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন। রবিবার সকালে তাহিরপুর এলাকার বাঁধ পরিদর্শণ করেন এবং কৃষকদের সাথে মত বিনিময় করেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন বিশ্বম্ভপুর উপজেলা চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুনেদ আহমদ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ নেতা শামীম আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ। হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করে কৃষকদের যে কোনো ধরনের সমস্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন। সকাল থেকে শুরু করে দিনব্যাপী উপজেলার ভিননগর হাওর ও মাটিয়াইন হাওরের বেশ কয়েকটি বাঁধ পরিদর্শন করেন তিনি।এ সময় যে সমস্ত ফসল রক্ষা বাঁধ ঝুকিপূর্ণ অবস্থায় আছে সেগুলো টিকিয়ে রাখতে বাঁশ ও বস্তা সহ বিভিন্ন উপকরণের সহায়তা দিয়ে সর্বোপরি কৃষকদের যে কোনো সমস্যায় পাশে থাকবেন বলে জানান।