চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে পথসভা অনুষ্ঠিত হয়েছে

- আপডেট সময় : ০৯:২৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ২১০ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল্লাহ সনি, জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের বাতেন খাঁর মোড়ে পৌর যুবলীগের সদস্য জিলহাজ বিশ্বাস ও যুবলীগ নেতা আমিন আলি’র উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
শহীদুল হুদা অলকের সঞ্চালনায় নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ যুম্ন সম্পাদক হেলাল উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সংগঠনিক সম্পাদক মোঃ বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক আওয়ামীলীগ নেতা আনসার আলী পৌর মহিলা যুবলীগের সভাপতি সুলতানা পারভীন বিথী সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি’র বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, অনেকে টাকা বিতরণ করছে এই নির্বাচনে। তাদের ধরে পুলিশে ধরিয়ে দিবেন যুবলীগের ভাইয়েরা। কেউ টাকা দিয়ে চাঁপাইনবাবগঞ্জের মানুষের চরিত্র যেন নষ্ট করতে পারবে না। এই নির্বাচনে কাউকে কালো টাকা সাদা করতে দেয়া হবে। সকলকে একসাথে হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা ষড়যন্ত্র চলাচ্ছে তাই সকলকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। নির্বাচিত হলে তার রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কাজ আবারও শুরু করবেন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিএনপি’র দলীয় ৬ সংসদ সদস্য পদত্যাগ করায় তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।