গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের ৬ দিন পর অটোচালক কনক মিয়ার লাশ উদ্ধার

- আপডেট সময় : ০৮:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

বিএস বিদ্যুৎ ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের ৬ দিন পর অটোচালক কনক মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুল মিয়ার পুত্র। আজ শনিবার (২১ জানুযারী) বেলা ৩টায় উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের কাটা এলাকার একটি পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে। মরদেহটি হাত-পা বাঁধা এবং চোখ ক্ষত-বিক্ষত অবস্থায় ছিল।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায় গত ১৫ জানুয়ারী বাড়ী থেকে তার ব্যাটারী চালিত অটোরিক্স নিয়ে বের হয়ে আর বাড়ী ফিরে না আসায় থানায় একটি সাধারণ ডাইরী করে। আজ স্থানীয়দের খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি তার স্বজনরা সনাক্ত করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান কনকের অটোরিক্সাটি এখন নিখোঁজ রয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে বিভিন্ন ধরণের কাজ চলছে। থানায় মামলা দায়েরের পক্রিয়া অব্যহত রয়েছে।