বালিয়াডাঙ্গীতে “পারুয়া তরুণ সংঘ সহায়তা ফান্ড” কর্তৃক শীত বস্ত্র বিতরণ ও কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ১৮৬ বার পড়া হয়েছে

মোঃ আব্দুস সবুর (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড়পলাশবাড়ী ইউনিয়নের সুনাম ধন্য সেচ্ছাসেবক সংগঠন “পারুয়া তরুণ সংঘ সহায়তা ফান্ড ” কর্তৃক গরীব ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ ও এলাকার কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২১ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় কুশলডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি মোঃ শেখ জামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মুকুল, বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ সাদেকুল ইসলাম,বড়পলাশবাড়ী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ পারুল আক্তার, দৈনিক মানব জমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সফিউল আলম কায়সার,বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুস সবুর সহ সংগঠনের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।