নেত্রকোনায় লোকসংগীত উৎসব

- আপডেট সময় : ০৯:০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি
‘এমন সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান জাতি গোত্র নাহি রবে’ লালনের এই বাণীকে ধারণ করে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে নেত্রকোনায় অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী লোকসংগীত উৎসব।
শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় শহরের স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
বাংলাদেশ উদীচী নেত্রকোণা জেলা সংসদের উদ্যোগে লোকসংগীত উৎসবের আয়োজন করা হয়েছে। এতে লাঠিনৃত্য, লোকনৃত্যসহ দেশীয় বাদ্য বাজিয়ে উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উৎসবের শুরুতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
আরও বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান অসীত সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, ময়মনসিংহ উদীচীর বিভাগীয় কমিটির আহ্বায়ক সারওয়ার কামাল রবীন। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান।
পরে লাঠিনৃত্য, ভাটি অঞ্চলের প্রসিদ্ধ ধামাইল নৃত্য, পুতুল নৃত্যসহ নানা হারিয়ে যাওয়া গ্রামীণ দেশীয় সংস্কৃতি তুলে ধরতে লোকনৃত্যগুলো পরিবেশন করে উদীচী এবং উদীচী পরিচালিত বোমা হামলায় নিহত হায়দার শেলী স্মৃতি সংগীত বিদ্যানিকেতনের খুদে শিক্ষার্থীরা।