ট্রাফিক পুলিশের অভিযানে ৬৩ টি মোটরসাইকেল সহ ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের

- আপডেট সময় : ০৯:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে

আর জে রাজিব চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গার, আলমডাঙ্গাতে আজ ১৯ই জানুয়ারি ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে আলমডাঙ্গাতে গুরুত্বপূর্ণ স্থান সহ বিভিন্ন মোড়ে মোড়ে অভিযান চালিয়ে ৬৩টি মোটরসাইকেল আটক করা হয়।
এ সময় ২টি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না থাকায় ২ জনের বিরুদ্ধে মামলা করা হয় । অভিযান শেষে আটককৃত গাড়িগুলো আলমডাঙ্গা থানাতে হস্তান্তর করে ট্রাফিক পুলিশের বিশেষ টিম।
অভিযান কালে উপস্থিত ছিলেন টিআই মমিন, ও টিআই মনির। এছাড়া উপস্থিত ছিলেন সার্জেন্ট অনিমেষ ও সার্জেন্ট তাজুল ইসলামসহ টিএসআই মমিন।
এ সময়ে বিভিন্ন জায়গা থেকে বিশেষ অভিযানে হেলমেট না থাকাই, ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়িচালক ও মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না থাকাই ৬৩ টি মোটরসাইকেল আটক করা হয়।
অভিযান শেষে টিআই মোমিন ও মনির বলেন বিভিন্ন জায়গায় দুর্ঘটন মূল কারণ হলো ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং হেলমেট বিহীন গাড়ি চালানো। তাই এদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স হিসেবে কাজ করছি। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।