চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর মৃত্যুতে বিএমএসএস কেন্দ্রীয় কমিটি ও এবিসি ন্যাশনাল নিউজ পরিবারের পক্ষ থেকে শোক ও সমবেদনা

- আপডেট সময় : ০২:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ২২১ বার পড়া হয়েছে

এবিসি ন্যাশনাল নিউজঃ
ঈশ্বরদী প্রেসক্লাবের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক,সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক, ঈশ্বরদী উপজেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক,ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ সভাপতি,মুক্তি যুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ও পৌরসভার সাবেক কমিশনার বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটি ও এবিসি ন্যাশনাল নিউজ পরিবার
গভীরভাবে শোকাহত – বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
আজ ১৯ জানুয়ারী’২৩ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ঈশ্বরদী পৌর এলাকার থানা পাড়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে ও নাতি নাতনিসহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
বিএমএসএস ও এবিসি ন্যাশনাল নিউজ পরিবারের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আজ বাদ জহর কেন্দ্রীয় গোরস্থানে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়।