রাজনগরের রাজুল হৃদরোগে আবুধাবিতে মৃত্যু-বাড়িতে শোকের ছায়া

- আপডেট সময় : ০৮:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ২১২ বার পড়া হয়েছে

মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
জীবন বদলে দিতে পরিবার পরিজনের মুখে হাসি ফুটাতে দুবছর আগে ভিজিট ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবিতে পাড়ি দিয়েছিলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তর ভাগ ইউপির রামপুর গ্রামের টগবগে যুবক মরহুম আছাব মিয়ার পুত্র মোঃ রাজুল আহমেদ (২৫) ভিজিট ভিসার মেয়াদ শেষ হলে রাজুল অবৈধ ভাবে আবুধাবিতে বসবাস করতে লাগলেন জীবন সংগ্রাম শুরু করেন এ হতভাগা রেমিট্যান্স যোদ্ধা বিভিন্ন স্হানে ঘুরে বেড়ান কাজের সন্ধানে কাজ নিলেন শাকসবজি চাষ বা (মাজরাতে) অল্প বেতনে কোন রকম চলছে সংসার। এ দিকে গত ১৬ই ডিসেম্বর বিকালে দুপুরের খাবার খাওয়ার প্রস্তুতি চলছে তখন রাজুল বলে আমার বুকে প্রচন্ড ব্যাথা করছে এই বলে খাওয়া হয়নি শ্বাসরুদ্ধকর অবস্থায় থাকে স্হানীয় একটি হাসপাতালে বাসার অন্য সহকর্মীরা নিয়ে গেলে ডাক্তার থাকে মৃত্যু বলে ঘোষণা দেয়। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এ দিকে নিহত রাজুলের লাশ সকল আইনী প্রক্রিয়া শেষে দেশে পাঠোনোর চেষ্টা চলছে বলে নিহত রাজুলের নিকট আত্মীয় আবুধাবি প্রবাসী কয়েছে আহমেদ আমাদের এ প্রতিবেদককে টেলিফোনে জানিয়েছেন।