সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত

- আপডেট সময় : ০৬:৩২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে

আমির হোসেন,
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত ১৫ জানুয়ারি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সকল ভোটারা আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে সভাপতি পদে নির্বাচিত করেছেন। প্রিয় সহকর্মীরা আমাকে অনেক সম্মান দিয়েছেন।এই বিজয় আমার নয়, প্রাণপ্রিয় সংগঠন সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর প্রতিটি সদস্যবৃন্দের।
সর্বস্তরের মানুষের দোয়া, অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনে আমি সভাপতি নির্বাচিত হয়েছি। এ জন্য আমি সকল ভোটারসহ সংশ্লিষ্ট সবার কাছে চিরকৃতজ্ঞ।
প্রিয় সহকর্মী বৃন্দ অনেক ভোটারের কাছে নিজের সীমাবদ্ধতা ও সময় স্বল্পতার কারণে আমি সঠিক সময়ে সবার কাছে পৌঁছাতে পারিনি। তবুও যারা আমাকে ভালবেসেছেন, সমর্থন যুগিয়েছেন, সর্বোপরি দোয়া-আশির্বাদ করেছেন সবার কাছে আমি চির ঋণী।
বিশেষ করে,দলীয় নেতাকর্মী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গণমাধ্যমকর্মী, নির্বাচন পরিচালনা পরিষদ সহ নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বিশ্বাস সবার আন্তরিক সহযোগিতায় প্রথমবারের মতো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সম্ভব হয়েছে।
অংশগ্রহণমূলক এই নির্বাচনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করছি। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলেই আমার বিজয়ের সার্থকতা অনুভব করতে পারছি।
পরিশেষে আগামী ২ বৎসরের জন্য আমার উপর সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে দল-মত নির্বিশেষে সবার পরামর্শ, দোয়া এবং সহযোগিতা কামনা করছি।