ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৮:২৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ১৪৩ বার পড়া হয়েছে
আমির হোসেন,
সুনামগঞ্জ প্রতিনিধ::
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার প্রতিবাদে তাহিরপুর উপজেলার ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।”চলছে লড়াই চলবে, ছাত্রদল লড়বে” এই শ্লোগানকে সামনে রেখে আজ রবিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির আংশ হিসেবে সারা দেশের ন্যায় উপজেলার সদর পূর্ব বাজারের বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান রাস্তাগুলো প্রদক্ষিণ শেষে আবারও কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান রাসেল, তাহিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, তাহেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক রাহাত হাসান রাব্বি, সৈয়দ তানভীর হোসেন, আল মামুন চৌধুরী, বাদাঘাট সরকারি কলেজর ছাত্রদলের আহবায়ক মোঃ সুজন মিয়া, তাহিরপুর জয়নাল আবেদীন ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক মহীউদ্দীন আলমগীর সদস্য সচিব রনি। আরো উপস্থিত ছিলেন, ছাত্রনেতা জানে আলাম আবির, ইউনিয়ন ছাত্র নেতা রাহুল, রাকাব উদ্দিন, খলিল, শ্যামল, আফসার, আতিক, চয়ন, আমিনুল, তালহা হাসান, রফিক, সাহারুল, সুমন প্রমুখ।