দিনাজপুরে পূণর্ভবা নদীতে গোসল করতে নেমে ওমর আলী নিখোঁজ
- আপডেট সময় : ০৭:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃদিনাজপুরে পূণর্ভবা নদীতে গোসল করতে নেমে অমর আলী নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চোককাঞ্চন এলাকার বাইসা পাড়া গ্রামের মৃত গফর আলীর ছেলে ওমর আলী।
পরিবারের লোকজন জানায়, ওমর আলীর মাথার সমস্যা ছিল যখন যেটা বুঝে সেই সময় সেই মুহূর্তেই সেই কাজটা করে।
শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর সকালে ওমর আলী নদীতে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে যায় সে। নদীতে তলিয়ে যাওয়ার সময় তার স্ত্রী তাকে বাঁচানোর চেষ্টা করলেও গভীর পানিতে তলিয়ে যায় একপর্যায়ে তার স্ত্রী নিজ গ্রামে লোকজনকে ডেকে নিয়ে আসে এবং অনেক খোঁজাখুঁজি করেও কোন হদিস করতে না পেয়ে এলাকাবাসী দিনাজপুর ফাঁয়ার সার্ভিসকে খবর দেয়।
প্রথম পর্যায়ে দিনাজপুর ফাঁয়ার সার্ভিসের লোকজন ও এলাকাবাসী জাল দিয়ে এবং ফাঁয়ার সার্ভিসের কর্মকর্তারা বিভিন্ন ভাবে খোঁজাখুঁজি করলেও কোন প্রকার সন্ধান মেলেনি।
দ্বিতীয় পর্যায়ে রংপুর ফাঁয়ার সার্ভিসের একটি ডুবুরি দল দুপুর ১২ ঘটিকায় খোঁজাখুঁজি শুরু করেন এবং বিকাল তিন ঘটিকা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ ওই ব্যক্তির সন্ধান পায়নি।
অন্যদিকে নিখোঁজ ওমর আলীর পরিবার ও তার ছেলে-মেয়েসহ কান্নায় ভেঙ্গে পরে এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে বিরল থানা পুলিশ জানায়, “ফাঁয়ার সার্ভিসের ডুবুরি দল আগামীকাল আবারও তৃতীয় পর্যায়ে ওই ব্যক্তির সন্ধানে নদীতে অভিযান চালাবে”।