বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুত ময়দান, আসছেন মুসল্লিরা
- আপডেট সময় : ০৩:১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে
মো পজিরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
প্রস্তুত ইজতেমা ময়দান। আজ বুধবার সকাল থেকেই বিভিন্ন জেলার মুসল্লিরা তাদের সামানা নিয়ে ময়দানে প্রবেশ শুরু করেছেন এবং জেলাওয়ারী নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন। এবার জেলাওয়ারী মুসল্লিরা ৯১টি খিত্তায় অবস্থান করবেন। আগত মুসল্লিরা ময়দানের বাইরে তুরাগ নদের পশ্চিমপাশে বেশ কিছু খিত্তা রয়েছে সেখানেও অবস্থান নিবেন।
মুসল্লিরা আখেরী মোনাজাত শেষে জামাতবদ্ধ হয়ে তাবলীগের মেহনতে দাওয়াতি কাজে আবার বেড়িয়ে পড়বেন। কেউ এক চিল্লা, কেউ দুই চিল্লা কেউ তিন চিল্লার জন্য জামাতবদ্ধ হয়ে ময়দান ত্যাগ করবেন।
দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শন করেন পুলিশের আইজিপি চৌধুর আবদুল্লাহ আল মামুন। প্রথম পর্বে মাওলানা যোবায়ের সমর্থিত মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহন করবেন। দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারীরা ইজতেমায় অংশ নিবেন।
জামালপুর সরিষা বাড়ি এলাকা থেকে আগত এক মুসল্লি মজিবুর রহমান (৬৫) বলেন, আমরা দুই দিন আগেই চলে আসছি। আগে এসে নিজ খিত্তায় অবস্থান নিয়ে দিন এবং আখেরাতের আলোচনায় ব্যস্ত সময় পার করছি।
টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: আব্দুল লতিফ বলেন, আগত মুসল্লিদের সেবায় টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও প্রথম পর্বে ও দ্বিতীয় পর্বে মুসল্লিদের সেবায় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।
টঙ্গী সরকারি হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ইজতেমায় আগত মুসল্লিদের সেবায় ২৪ ঘণ্টা সেবা দিতে প্রস্তুত রয়েছে। কহর দরিয়াখ্যাত টঙ্গী তুরাগ নদের তীরে আগামী ১৩ জানুযারি শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে ১৫ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর ৪ দিন বিরতি দিয়ে ২০ শে জানুয়ারি শুরু হয়ে ২২ জানুয়ারী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৩ সালের বিশ্ব ইজতেমার উভয় পর্ব।