ভেড়ামারায় রাস্তা প্রশস্তুতকরণ ড্রেন ও ফুটপাত নির্মাণ এবং যানজট নিরসন কল্পে আলোচনা সভা
- আপডেট সময় : ০৬:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩ ২০৫ বার পড়া হয়েছে
আফতাব পারভেজ, ডেস্ক নিউজ
ভেড়ামারা পৌরসভার ৩ নং ব্রীজ হতে হিসনা ব্রীজ (হাই রোড) পর্যন্ত রাস্তা প্রশস্তুতকরণ, ড্রেন ও ফুটপাত নির্মাণ এবং যানজট নিরসন কল্পে আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় ভেড়ামারা পৌরসভা আয়োজিত ডাকবাংলো চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত। পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ভেড়ামারা বনিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ কামরুল ইসলাম মনা, পৌর জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, রেল বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ, যুগ্ম সাধারণ রোজেন, মধ্য বাজার বনিক সমিতির সভাপতি ও আওয়ামী নেতা শরিফুজ্জামান নবাব, ডাকবাংলো বনিক সমিতির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মিলন প্রমূখ।
পৌর মেয়র কিভাবে ফোরলান রাস্তা হবে তার দিক নির্দেশনা তুলে ধরেন। বাকী বক্তরা ও রাস্তা হবে সহমত পোষণ করলেও ব্যবসায়ীরা যেন তেমন ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের পূর্নবাসন এর বিষয় টি মাথায় রেখে রাজনৈতিক নেতৃবৃন্দ, বনিক সমিতির নেতৃবৃন্দের সাথে সৌহার্দ্য সম্পর্কের ভিত্তি তে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহবান জানিয়েছেন।