বগুড়ায় বিষাক্ত রং মিশিয়ে লাড্ডু তৈরি; দুই প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৮:৩৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ ৭০ বার পড়া হয়েছে
শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি,
বগুড়ায় লাড্ডুতে কাপড়ের বিষাক্ত রং মেশানোর অপরাধে দিয়া মনি ও আবু সাইদ মিষ্টান্ন ভান্ডার নামে দুই মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
১৮ ডিসেম্বর(রোববার) দুপুর
২ ঘটিকার সময় বগুড়া শহরের ফতেহ আলী বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া এর পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুর আলম রিজভী লাড্ডুতে কাপড়ের বিষাক্ত রং মেশানোর অপরাধে দিয়া মনি ও আবু সাইদ মিষ্টান্ন ভান্ডার এই দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার করে মোট ২০ (বিশ) হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে বিষাক্ত রং মেশানো ৫০ কেজি লাড্ডু ধবংস করা হয়। অভিযানের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ফতেহ আলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে “দিয়া মনি” ও ” আবু সাঈদ মিষ্টান্ন ভান্ডার” নামে দুই ব্যবসা প্রতিষ্ঠানে লাড্ডুতে কাপড়ের বিষাক্ত রং মেশানোর প্রমাণ মেলে।
এ অপরাধে ওই দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বিষাক্ত রং মেশানো ৫০ কেজি লাড্ডু ধ্বংস করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।