আলমডাঙ্গাতে মহান বিজয় দিবস পালন
- আপডেট সময় : ০১:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ ৭৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি আর জে রাজিবঃ আজ ১৬ই ডিসেম্বর ৫২তম মহান বিজয় দিবস বাঙালি জাতীর গৌরবময় বিরত্বগাথা ও বিজয়ের দিন । ১৯৭১ সালে এই দিনে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রাম শেষে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এবং আড়াই লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর মধ্যদিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রকাশ পাই। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাংলার আকাশে দেখা দেয় স্বাধীনতার এক রক্তিম সূর্য্য।
এই দিনে বাংলার দামাল ছেলেদের কাছে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল এবং বিশ্বমানচিত্রে লাল সবুজের পতাকা স্থান পেয়েছিল । যে বীর সন্তানদের প্রাণের বিনিময়ে লাল সবুজের পতাকা ঠাঁই পেয়েছে তাদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই আজ এই দিবসের মহিমা প্রকাশ পায়।
তারই প্রেক্ষিতে আলমডাঙ্গাতে ভোর থেকে দলে দলে লোক এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। শুরুতেই প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আইয়ুব আলী, উপজেলা নির্বাহী অফিসার জনাব রনি আলম নুর, সহকারী কমিশনার ভূমি রেজওয়ান নাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান মিতু, ৭০এর অগ্নি সেনা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজসহ অনেকেই । এরপর একে একে উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বীর মুক্তিযোদ্ধা, কৃষক লীগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি – বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও এর সহযোগী অঙ্গসংগঠন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন । দোয়া শেষে উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলন বেলুন উড়ানো ও শান্তির প্রতীক পায়রা, একে একে অবমুক্ত করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর অংশগ্রহণে এক মনোগ্য কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয়।
এর আগে ভোর সাতটার সময় আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের অফিসে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে আলমডাঙ্গা উপজেলা অল আওয়ামী লীগের সভাপতি জনাব আবু মুসা অসাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার জাতীয় পতাকা উত্তোলন করে। এছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে পৌর মেয়র জনাব হাসান কাদির গনু পৌরসভা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা চত্বরে মিলিত হন।