খুনের ঘটনায় গ্রেফতার শফিকুল ও তার পুত্র খোরশেদ
- আপডেট সময় : ০১:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম, খুনের ঘটনায় গ্রেফতার শফিকুল ও তার পুত্র খোরশেদ বিষয় একটি তুচ্ছ ঘটনা।
এই বিষয়ে বিস্তারিত জানতে গিয়ে জানাযায় চট্টগ্রাম উত্তর জেলার রাঙ্গুনিয়া উপজেলার গরুর দড়ি ও খুঁটি নিয়ে বাড়াবাড়ি জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এই ঘটনায় এক পক্ষ আর এক পক্ষ কে ছুরি দিয়ে আগাত করে এই আগাতে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন প্রতিবেশী পিতাসহ তার তিন সন্তান।
জুম্মাবার (১৬ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম খুরুশিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার জহির আহাম্মদের ছেলে জালাল উদ্দিন (২৮) এবং তার ছোট ভাই কামাল হোসেন (২৫)।
আহতরা হলেন তাদের প্রতিবেশী মো. ইদ্রিছ (৬৫) এবং তার তিন ছেলে মো. বাদশা (১৮), সালাউদ্দিন (২৬) এবং মো. রানা (১৭)।
এই ঘটনায় ঘাতক পিতা-পুত্রকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। তারা হলো শফিকুল ইসলাম (৬২) এবং তার পুত্র খোরশেদ (২৮)। তবে এই ঘটনায় পলাতক রয়েছে শফিকুল ইসলামের অপর দুই ছেলে মোরশেদ (২৩) এবং সাইফুল ইসলাম (৩৫)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী দোকানদার নুরুল কবির জানান, জুম্মাবার দুপুরের দিকে নিহত জালাল তার গৃহপালিত পশুকে মাঠে ঘাস খেতে বেঁধে দিয়ে আসেন। কিছুক্ষণ পর গিয়ে দেখেন কেউ তার গরুর গলার দড়ি খুলে নিয়ে গেছে। খুঁজতে গিয়ে খুঁটিসহ দড়িটি শফিকুল ইসলামের হাতে দেখতে পান। এই নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দু’জনের মধ্যে সংঘর্স হলে শফিকুলের মাথায় আঘাত লেগে ফেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেন।
এই বিষয় নিয়ে বিকালে শফিকুল ইসলামের তিন পুত্র খোরশেদ, মোরশেদ ও সাইফুল জালাল উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে বাঁচাতে তার ভাই কামালসহ প্রতিবেশী ইদ্রিছ ও তার তিন সন্তান এগিয়ে আসেন।
এসময় একপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান দুই ভাই জালাল ও কামাল। এছাড়া গুরুতর আহত হন প্রতিবেশী ইদ্রিছসহ তার তিন সন্তান।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং ঘাতক শফিকুল ও খোরশেদকে ধরে পুলিশে হস্তান্তর করেন। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মোরশেদ ও সাইফুল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাহেরাতুল আশরাফী বলেন, “তাদের হাসপাতালে আনার পর পরীক্ষা করে দেখা গেছে দু’জন মারা গেছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদেরও বুকের বাম পাশে জখম রয়েছে। তাদের মধ্যে ইদ্রিছের অবস্থা আশংকাজনক।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক পিতা ও পুত্রকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। অন্যদিকে, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় হত্যা মামলা নেয়া হবে।”