অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং, ২২ হেলমেট জব্দ ও জরিমানা!!
- আপডেট সময় : ১১:২৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ ৭৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, মিরু হাসান
অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং ও ভ্রাম্যমাণ দোকান দিয়ে সড়ক এবং ফুটপাত দখল করায় ৮ জনকে ১০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এতে সহযোগিতা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও জেলা পুলিশের সদস্যরা।
শহরের সাতমাথা, সার্কিট হাউজ রোড, ইয়াকুবিয়া মোড়, ফতেহ আলি বাজার, কাঠালতল মোড়, থানার মোড়, পিটিআই মোড় ও দত্তবাড়ি মোড়ে ওই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমির সালমান রনি ও জান্নাতুল নাইম।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি জানান, আইন অমান্য করে মোটরসাইকেল পার্কিং ও ভ্রাম্যমাণ দোকান দিয়ে সড়ক ও ফুটপাত দখল করায় ৮ জনকে ১০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এসময় সাতমাথা ও থানা মোড় এলাকায় অবৈধভাবে সড়কে পার্কিং করা ২২ টি মোটরসাইকেলের হেলমেট জব্দ করা হয়। জব্দ হওয়া হেলমেট বগুড়া পৌরসভার পরিদর্শক শাহ আলির জিম্মায় দেওয়া হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও মোটরসাইকেলের মালিকদের না পাওয়ায় হেলমেটগুলো জব্দ করা হয়েছে। এছাড়াও সড়কে অবৈধভাবে পার্কিং করা মোটরসাইকেল গুলোর রেজিষ্ট্রেশন নম্বর পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তালিকা করা হয়।
তিনি আরো বলেন, সড়ক ও ফুটপাত দখল করে জনদূর্ভোগ সৃষ্টি করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।