বগুড়ায় বিদেশী পিস্তলসহ হাড়ী জুয়েল গ্রেফতার!!
- আপডেট সময় : ১১:২০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ ৭০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার,বগুড়ায় বিদেশী পিস্তলসহ একাধিক মামলার আসামি জুয়েল চন্দ্র ওরফে হাড়ী জুয়েলকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ(ডিবি)। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে শহরের কালিতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাড়ী জুয়েল শহরের সাবগ্রাম মালিপাড়া এলাকার মনোরঞ্জনের ছেলে। বিদেশী পিস্তলের পাশাপাশি দুই রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন এবং ৬৫ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি। শুক্রবার বিকালে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানিয়েছেন বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, হাড়ী জুয়েল খুন, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি। সে পলাতক থেকে বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল। বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন এবং ৬৫ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত হাড়ী জুয়েলের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।