ব্রেকিং নিউজঃ
পিকনিক এসে সড়ক দূর্ঘটনায় নিহত দুই লোহাগাড়ায়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ২৪১ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম
এবিসি ন্যাশনাল নিউজ।
চট্টগ্রাম ইপিজেড থেকে কক্সবাজার পিকনিক যাচ্ছিল কিন্তু লোহাগাড়ার আধুনগরে হাজী রাস্তার মাথা এলাকায় এসে গাছের সাথে পিকনিকের বাসের মর্মান্তিক সড়ক দূর্ঘটনা হয় এতে করে দুই যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অভিজিৎ (৩৪) ও সাখাওয়াত ছিদ্দিক (৩৫)।
দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন রহমান জানান ইপিজেড এলাকা থেকে কক্সবাজারমুখি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই যাত্রী ছিটকে বাসের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।