সাপাহারে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ৬৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : নওগাঁর সাপাহার উপজেলার বিন্যাকুড়ী পূর্বপাড়া আদিবাসী সূর্য্যমুখী যুব উন্নয়ন সংঘের উদ্যোগে আকর্ষণীয় নারী ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ শুক্রবার দুপুর ১২টায় বিন্যাকুড়ী ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার শাখার সভাপতি মিঃ ভুট্টুপাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত নারী ফুটবল খেলার উদ্বোধনী ম্যাচে তানোর উপজেলার জে,কে রাজশাহী একাদশ বনাম নওগাঁ জেলার নিয়ামতপুর সদর একাদশ নারী ফুটবল টিমের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। ঘন্টাকাল ব্যাপী অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে কোন পক্ষই গোল করতে না পারায় খেলার নিয়ামানুযায়ী ট্রেইবেকারের মাধ্যমে ১গোলে জে,কে রাজশাহীকে হারিয়ে নিয়ামতপুর একাদশ নারী দল বিজয়লাভ করে।
দু’দিনে উক্ত মাঠে অনুষ্ঠিত নারী ফুটবল টুর্নামেন্টে মোট ৮দল অংশগ্রহণ করে পর্যায়ক্রমে খেলা শেষে শনিবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং এ খেলায় বিজিত চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে নগদ ১২হাজার টাকা, রানার্সআপ দলকে ৮হাজার টাকা, তৃতীয় রানার্সআপ দলকে ৬হাজার টাকা ও চতুর্থ রানার্সআপ দলকে ৪হাজার টাকা প্রদান করা হবে বলে আয়োজক ও সূর্য্যমুখী সংঘের সভাপতি পালুস টপ্প জানিয়েছেন। ফুটবল খেলায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করায় এ খেলার মুল উদ্দেশ্য বলে দর্শক ও আয়োজকরা মনে করেন।