ব্রেকিং নিউজঃ
সড়ক দুর্ঘটনায় আহত, একুশে টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি মো: আব্দুস সালাম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২ ৬৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক মো: আব্দুস সালাম। মঙ্গলবার (০১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় শহরের পৌর বিপনীর মার্কেটের সামনে চলমান মটরসাইকেলের পিছন থেকে পড়ে যাওয়ায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। বাম পায়ে আঘাত পাওয়ায় হাসপাতালে কর্মরত চিকিৎসক দ্রুত এক্সরে করাতে বলেন। এক্সরের রিপোর্টে দেখা যায় বাম পা ভেঙ্গে গেছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈকত দাস জানান, মো: আব্দুস সালাম গুরুতর আহত হয়েছেন। তার বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে। এক্সরের রিপোর্ট অনযায়ী প্লাস্টার করে যাবতীয় ঔষুধ লিখে দিয়েছি। এক মাস পর তিনি স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবেন।