হবিগঞ্জে পুনাকের প্রথম বর্ষের পূর্তি উদযাপন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ৮০ বার পড়া হয়েছে
স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের পুলিশ নারী কল্যাণ সমিতি পুুনাক(০১) প্রথম বর্ষের পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার(১৪-অক্টোবর) হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুুনাক) এর আয়োজনে হবিগঞ্জ শাখার ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা (পুনাক)সভাপতিত্বে করেন মিসেস তাহেরা রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি। এ সময় পুনাক সভানেত্রী তাহেরা রহমান সহ হবিগঞ্জ পুনাক এর অন্যান্য নেত্রীবৃন্দ আমন্ত্রিত অতিথিতের ফুল দিয়ে বরণ করে নেন এবং কেক কেটে বর্ষর্পূর্তি উদযাপন করা হয়। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), হবিগঞ্জ এর পক্ষ হতে পুলিশ সুপার মহোদয়ের সাফল্যের ০১(এক) বছর পূর্তি ও পুনাক সভানেত্রীর হবিগঞ্জ পুনাক পরিচালনার ০১(এক) বছর পূর্তি উপলক্ষে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় পুনাক, হবিগঞ্জ এর সকল নেতৃবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।