ব্রেকিং নিউজঃ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
- আপডেট সময় : ০৬:১৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

আনোয়ার সাঈদ তিতু,
কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সালেকুর রহমানকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভূরুঙ্গামারী বাজার থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সালেকুর উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় সালেকুরকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।