ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামে ১০৫ পিস ইয়াবা ও ৩ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ৩ শিবগজে জাতীয় অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল ও ঈদ উপহার প্রদান  পুলিশ হেফাজতে টিএনজেড গ্রুপের পরিচালক শরীফুল ইসলাম গাজীপুরের ৫০ভাগ কারখানা ছুটি, মহাসড়কে থেমে থেমে যানজট বগুড়ায় র‍্যসবের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-০১ বগুড়ার শিবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর  আমতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এডভোকেট গাজী তৌহিদুল ইসলাম  শহীদ বিশালের পরিবারকে ঈদ উপহার দিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা রোমানা রিয়াজ  বটিয়াঘাটায় সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রেস্তোরাঁ’র ইফতার খেয়ে অর্ধশতাধিক রোজাদার অসুস্থ,হাসপাতালে ভর্তি 

মফস্বল সম্পাদক
  • আপডেট সময় : ১১:১৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে “ঢাকা বিরিয়ানী হাউস”নামক স্থানীয় এক রেস্তোরাঁ’র ইফতার (মোরগ পোলাও) খেয়ে প্রায় ৭০ জন রোজাদার অসুস্থ হয়ে পরেছেন, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে প্রায় অর্ধশতাধিক রোজাদার।

রোববার (২৩ মার্চ) সাপ্তাহিক জংশন ও ডিডিপি গুরু আশ্রম আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।

ইফতার অনুষ্ঠানের আয়োজক সাপ্তাহিক জংশনের প্রধান সম্পাদক প্রেসক্লাব’র সাবেক সভাপতি এস এম রাজা বলেন, ঈশ্বরদী স্টেশন রোডের ‘ঢাকা বিরিয়ানী হাউস’ নামের একটি রেস্তোরাঁ থেকে ইফতারের জন্য প্যাকেট করা মোরগ পোলাও কেনা হয়। পরে এগুলো অতিথিদের মাঝে বিতরণ করা হয়। ইফতারের কিছুক্ষণ পর থেকে আমি নিজে অস্বস্তি অনুভব করতে থাকি। এরপর একে একে অন্যদেরও অসুস্থ হয়ে পড়ার খবর শুনতে পাই।

তিনি আরও জানান, ইফতারিতে অংশ নেওয়া অতিথি বেশিরভাগই ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হন। তাদের ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সাংবাদিক উজ্জল হোসেন প্রধান বলেন, রাত ১০টার পর থেকে পেটে ব্যথা শুরু হয়। এরপর ঘনঘন পায়খানা ও বমি শুরু হয়। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েও কোনো ফল পাইনি। পরে রাত ৪ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি।

এ ঘটনার পর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ঢাকা বিরিয়ানী হাউস’ বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আজিজুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ইফতারে মোরগ পোলাও খেয়ে অনেকেই অসুস্থ হয়েছেন বলে শুনেছি। কিন্তু কেউ এখনো কোন অভিযোগ দেননি।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, অভিযোগ পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

রেস্তোরাঁ’র ইফতার খেয়ে অর্ধশতাধিক রোজাদার অসুস্থ,হাসপাতালে ভর্তি 

আপডেট সময় : ১১:১৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

পাবনার ঈশ্বরদীতে “ঢাকা বিরিয়ানী হাউস”নামক স্থানীয় এক রেস্তোরাঁ’র ইফতার (মোরগ পোলাও) খেয়ে প্রায় ৭০ জন রোজাদার অসুস্থ হয়ে পরেছেন, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে প্রায় অর্ধশতাধিক রোজাদার।

রোববার (২৩ মার্চ) সাপ্তাহিক জংশন ও ডিডিপি গুরু আশ্রম আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।

ইফতার অনুষ্ঠানের আয়োজক সাপ্তাহিক জংশনের প্রধান সম্পাদক প্রেসক্লাব’র সাবেক সভাপতি এস এম রাজা বলেন, ঈশ্বরদী স্টেশন রোডের ‘ঢাকা বিরিয়ানী হাউস’ নামের একটি রেস্তোরাঁ থেকে ইফতারের জন্য প্যাকেট করা মোরগ পোলাও কেনা হয়। পরে এগুলো অতিথিদের মাঝে বিতরণ করা হয়। ইফতারের কিছুক্ষণ পর থেকে আমি নিজে অস্বস্তি অনুভব করতে থাকি। এরপর একে একে অন্যদেরও অসুস্থ হয়ে পড়ার খবর শুনতে পাই।

তিনি আরও জানান, ইফতারিতে অংশ নেওয়া অতিথি বেশিরভাগই ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হন। তাদের ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সাংবাদিক উজ্জল হোসেন প্রধান বলেন, রাত ১০টার পর থেকে পেটে ব্যথা শুরু হয়। এরপর ঘনঘন পায়খানা ও বমি শুরু হয়। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েও কোনো ফল পাইনি। পরে রাত ৪ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি।

এ ঘটনার পর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ঢাকা বিরিয়ানী হাউস’ বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আজিজুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ইফতারে মোরগ পোলাও খেয়ে অনেকেই অসুস্থ হয়েছেন বলে শুনেছি। কিন্তু কেউ এখনো কোন অভিযোগ দেননি।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, অভিযোগ পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন