ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ
ঈশ্বরদীতে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা জহুরুল ইসলাম দূর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে ইমাম ও মুয়াজ্জিনের সম্মানে প্রবাসীর ব্যতিক্রম উদ্যোগ দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন  বারুইপুর পূর্বে হিমচির আস্তানা পাকে মাওলা পাকের জন্মদিবস উপলক্ষে ইফতার মজলিস  দৌলতপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে সংবাদের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের যৌথ সংবাদ সম্বেলন কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ উপহার ফেলানীর পরিবারকে এই রাষ্ট্র মুজিববা‌দের না, এটি সক‌লের রাষ্ট্র’ ড. আতিক  কুড়িগ্রামে ৯ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ বটিয়াঘাটায় ছিনতাইকারী চক্রের সদস্য গ্ৰেফতার সহ মটরসাইকেল উদ্ধার ।

গাজীপুরে আলিফ গ্রুপের ৩ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় আলিফ গ্রুপের তিনটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানার গেটে এসে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পেয়ে মূল ফটকের সামনেই অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন।

বন্ধ কারখানা গুলো হলো-স্বাধীন গার্মেন্টস লিমিটেড,স্বাধীন ডাইং লিমিটেড ও স্বাধীন প্রিন্টিং লিমিটেড। তিনটি কারখানা মহানগরীর জরুন এলাকায় আলিফ গ্রুপের।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত আলিফ গ্রুপের স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা বেশ কিছুদিন ধরেই ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। এ অবস্থায় বুধবার সকাল থেকে আট শতাধিক শ্রমিক কর্মবিরতি শুরু করেন। শ্রমিকদের আন্দোলনের কারণে বৃহস্পতিবার সকালে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে একটি নোটিশ দিয়েছেন।

নোটিশে উল্লেখ করা হয়, এতদ্বারা স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং এবং স্বাধীন প্রিন্টিং (প্রা.) লি.-এ কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩/১ ধারা অনুযায়ী আগামী ২০ মার্চ বৃহস্পতিবার হতে কারখানার সকল কার্যক্রম (No Work No Pay) এর অধীনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হইল ৷

নোটিশে আরও বলা হয়েছে ‘গত ১৭ মার্চ হইতে অদ্য ১৯ মার্চ পর্যন্ত কারখানার সকল শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে বেআইনিভাবে ধর্মঘট করে কাজ বন্ধ রাখে। যার ফলশ্রুতিতে কারখানা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিসাধন হয়। এমতাবস্থায় কারখানার উৎপাদন কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব নয় বিধায় স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং এবং স্বাধীন প্রিন্টিং (প্রা.) লি. এর কর্তৃপক্ষ বাধ্য হয়ে সকল কার্যক্রম অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ ঘোষনা করা হইল।

শ্রমিকরা জানান, কয়েকদিন ধরেই বাৎসরিক ছুটির টাকা, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু কর্তৃপক্ষ কোনো সমাধান না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। সামনে ঈদ অন্য কারখানার শ্রমিকরা যখন কেনাকাটা নিয়ে ব্যস্ত তখন আমরা আমাদের টাকার জন্য সবার দ্বারে দ্বারে ঘুরছি। কর্তৃপক্ষের কেউ না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, শ্রমিকরা কিছু দিন ধরেই তাদের পাওনার জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো সমাধান না করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এতে শ্রমিকরা আরও ক্ষুব্ধ হয়। তারা কারখানার মূল ফটক ও ভেতরে অবস্থান করছেন।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে আলিফ গ্রুপের ৩ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় : ১২:০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় আলিফ গ্রুপের তিনটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানার গেটে এসে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পেয়ে মূল ফটকের সামনেই অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন।

বন্ধ কারখানা গুলো হলো-স্বাধীন গার্মেন্টস লিমিটেড,স্বাধীন ডাইং লিমিটেড ও স্বাধীন প্রিন্টিং লিমিটেড। তিনটি কারখানা মহানগরীর জরুন এলাকায় আলিফ গ্রুপের।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত আলিফ গ্রুপের স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা বেশ কিছুদিন ধরেই ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। এ অবস্থায় বুধবার সকাল থেকে আট শতাধিক শ্রমিক কর্মবিরতি শুরু করেন। শ্রমিকদের আন্দোলনের কারণে বৃহস্পতিবার সকালে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে একটি নোটিশ দিয়েছেন।

নোটিশে উল্লেখ করা হয়, এতদ্বারা স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং এবং স্বাধীন প্রিন্টিং (প্রা.) লি.-এ কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩/১ ধারা অনুযায়ী আগামী ২০ মার্চ বৃহস্পতিবার হতে কারখানার সকল কার্যক্রম (No Work No Pay) এর অধীনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হইল ৷

নোটিশে আরও বলা হয়েছে ‘গত ১৭ মার্চ হইতে অদ্য ১৯ মার্চ পর্যন্ত কারখানার সকল শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে বেআইনিভাবে ধর্মঘট করে কাজ বন্ধ রাখে। যার ফলশ্রুতিতে কারখানা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিসাধন হয়। এমতাবস্থায় কারখানার উৎপাদন কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব নয় বিধায় স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং এবং স্বাধীন প্রিন্টিং (প্রা.) লি. এর কর্তৃপক্ষ বাধ্য হয়ে সকল কার্যক্রম অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ ঘোষনা করা হইল।

শ্রমিকরা জানান, কয়েকদিন ধরেই বাৎসরিক ছুটির টাকা, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু কর্তৃপক্ষ কোনো সমাধান না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। সামনে ঈদ অন্য কারখানার শ্রমিকরা যখন কেনাকাটা নিয়ে ব্যস্ত তখন আমরা আমাদের টাকার জন্য সবার দ্বারে দ্বারে ঘুরছি। কর্তৃপক্ষের কেউ না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, শ্রমিকরা কিছু দিন ধরেই তাদের পাওনার জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো সমাধান না করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এতে শ্রমিকরা আরও ক্ষুব্ধ হয়। তারা কারখানার মূল ফটক ও ভেতরে অবস্থান করছেন।

শেয়ার করুন