ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় একই পরিবার’র ৩ জনসহ নিহত ৫

- আপডেট সময় : ১১:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন,উপজেলার বাঘইল গ্রামের মৃত বাবু হোসেনের ছেলে রাব্বি হোসেন (৩০), রাব্বির স্ত্রী মুক্তা খাতুন (২৭) ও ছেলে মুস্তাকিম (২), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রতিডাভা এলাকার আশরাফুল ইসলামের ছেলে রাতুল হোসেন (৩০) এবং ঈশ্বরদীর বাসিন্দা মোস্তফা জামান তোহা (২৫)।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামসুদ্দিন হায়দার জানান,নিহত চারজনের মরদেহ হাসপাতালে রয়েছে। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছেন বলে জানা গেছে।