গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

- আপডেট সময় : ১২:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৭ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকা এ ঘটনা ঘটে বলে জানান কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ।
নিহতদের একজন অটোরিকশা চালক ওবায়দুল। বাকি দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে একজন নারী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরে উদ্দেশে রওনা দেয়। পথে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ওবায়দুল, অজ্ঞাত এক নারী ও বৃদ্ধ নিহত হন। আহত হন অটোরিকশার আরও এক যাত্রী। আহত ব্যক্তিকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর থানার এসআই কামরুল হাসান বলেন, তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। এ ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।