বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

- আপডেট সময় : ০৯:৩৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

শাহজাহান আলী বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চাপায় আশরাফুল আলম জাফর (৪২) নামে বসুন্ধরা গ্রুপের বগুড়া জোনে মার্কেটিং বিভাগের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
১৩ মার্চ(বৃহস্পতিবার) বিকাল ৪ টার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় মোটরসাইকেল আরোহী আশরাফুল আলম জাফর নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ট্রাক চাপায় নিহত হন।
নিহত আশরাফু আলম জাফর রাজশাহীর চারঘাটের ঝিকর এলাকার বাসিন্দা এবং তিনি বসুন্ধরা গ্রুপের বগুড়া জোনের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। এসব তথ্য নিশিত করেছেন বগুড়া কুন্দরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মনোয়ারুজ্জামান।
পুলিশের এই কর্মকর্তা জানান, আশরাফুল আলম জাফর (বগুড়া-হ-১৭-৫৪০৮) মোটরসাইকেল যোগে বগুড়া চারমাথা থেকে তিনমাথার দিকে যাচ্ছিলেন।পথিমধ্যে শরিফ পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।এ সময় পিছন থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি আরও জানান, আইনী প্রক্রিয়া শেষে আশরাফুল আলম জাফরের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।