আদমদীঘিতে ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

- আপডেট সময় : ০৭:৫৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী এবং সুশীল সাজের উদ্যোগে শিশু ধর্ষন সহ সারাদেশের বিভিন্ন বয়সী নারী ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১০ টায় বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আদমদীঘি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত ফাহাদ হোসেন, নূর মোহাম্মদ, তানভীর, আশামুনি, জুথি আক্তার প্রসূখ। অপর দিকে উপজেলার সান্তাহার পৌর শহরে সম্প্রতি আছিয়াসহ সারাদেশ ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের বিচার নিশ্চিতের দাবিতে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ওই দিন বেলা ১১ টায় সান্তাহার শহরের স্বাধীনতা মঞ্চে ছাত্র-ছাত্রীরা সমবেত হয় এবং পরে একজনকে ধর্ষক সাজিয়ে বুকে ধর্ষক লিখে কোমরে ও হাতে দড়ি বেধে সেখান থেকে এক প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।
এসময় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতা আরমান, মোবারক, তানভীর, আলিফ, সুচনা, সাদিয়া, হিমেল, এহ্সান, শুভ, জেনিভা, জিহাদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।