ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামের যাত্রাপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
- আপডেট সময় : ০৭:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

আনোয়ার সাঈদ তিতু,
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের বতর্মান চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল গফুর (৫৬) কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হাসান।
তিনি আরও জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আব্দুল গফুর যাত্রাপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মৃত ইলাম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) কুড়িগ্রাম ধরলা সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।