দুর্গাপুর বাংলাদেশে জামাতে ইসলামীর পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল

- আপডেট সময় : ১১:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ২২ বার পড়া হয়েছে

আশরাফুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি :
বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী দুর্গাপুর ১ নং নওপাড়া ইউনিয়ন পক্ষ থেকে আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১০ মার্চ ) বিকাল ৫টায় জামাতে ইসলামী দুর্গাপুর উপজেলা ০১ নং নওপাড়া ইউনিয়নের উদ্যোগে আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে ০১ নং নওপাড়া ইউনিয়নের বাংলাদেশ জামাতে ইসলামী আমীর মোঃ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও জামাতে ইসলামী ০১নও পাড়া ইউনিয়নের সেক্রেটারি মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী, রাজশাহী জেলা জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, রাজশাহী -৫(দুর্গাপুর -পুঠিয়া) নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীর বাংলাদেশ জামাতে ইসলামী দুর্গাপুর উপজেলা, মোঃ সাইফুল ইসলাম। কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামাতে ইসলামী দূর্গাপুর উপজেলা মোঃ আমজাদ হোসেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্যে জামাতে ইসলামীর নেতৃবৃন্দগণ রমজান মাসের রোজা রাখার ফজিলত সম্পর্কে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।